ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নবাবগঞ্জ সরকারি কলেজে তিনদিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রবিবার কলেজের নূর মোহাম্মদ খান মিলনায়তনে কর্মসুচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আমিনুল ইসলাম ও ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আহ্বায়ক একই কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ রজব আলী। উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক সাকিলা খাতুন, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রহিম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ সাদরুজ্জামান আমির আল মাহফুজ, কলেজ মসজিদের ইমাম হাফেজ শাহ মোহাম্মদ ওলিউল্লাহ। কর্মসুচির মধ্যে জাতীয় পতাকা উত্তোলন ও হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবন, কর্ম ও শিক্ষা বিষয়ে আলোচনা সভা, কুরআন তেলোয়াত ও হামদ-নাত প্রতিযোগিতা।