1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
শিবগঞ্জে রানীনগর বি.এল স্কুলে অনিয়ম-বিশৃংখলার অভিযোগে বিক্ষোভ-মানববন্ধন - দৈনিক চাঁপাই দর্পণ
সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :

শিবগঞ্জে রানীনগর বি.এল স্কুলে অনিয়ম-বিশৃংখলার অভিযোগে বিক্ষোভ-মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত

শিবগঞ্জে রানীনগর বি.এল স্কুলে অনিয়ম-বিশৃংখলার অভিযোগে বিক্ষোভ-মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রানীনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও বিশৃংখলার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল-মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। মঙ্গলবার দুপুরে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের ব্যানারে প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক আবদুল জাব্বার, সহকারী শিক্ষক কামাল উদ্দিন, ওহাব আলী, রিপনন্নাহার, বিশারত আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল বশরী সোহানসহ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। বক্তারা বলেন,

বিদ্যালয়ের প্রধান ফটক থেকে শিক্ষার্থীরা বের হলে ইভটিজিংয়ের শিকার হলেও ব্যবস্থা নেয়নি প্রধান শিক্ষক। এমনকি বিদ্যালয়ের বাগান, জমি, দোকানঘর, ও হাটবাজারের টেন্ডারের বিষয়ে নিয়মনীতি তোয়াক্কা করেন না। এছাড়া প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও বিশৃংখলার অভিযোগ তুলে পদত্যাগের দাবি জানান। একই সঙ্গে সাবেক সভাপতি আব্দুর রহিম বাবুর বিরুদ্ধে অফিস কক্ষে শিক্ষক-শিক্ষার্থী উপর হামলা ও হুমকির অভিযোগ এনে তার বিচার দাবি করেন বক্তারা। এদিকে, মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল সহকারের উপজেলা চত্বরে এসে বিক্ষোভ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগপত্র তুলে দেয় শিক্ষার্থীরা। এসময় কয়েক শতাধিক শিক্ষার্থী,

অভিভাবক, সহকারী শিক্ষক, এলাকাবাসী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তবে প্রধান শিক্ষক মোঃ জোহরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি অসুস্থ বলে ফোন কেটে দেন। অন্যদিকে, সাবেক সভাপতি আব্দুর রহিম বাবুর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি মুঠোফোন ধরেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল-ইমরান জানান, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, এর আগে গত ১০ নভেম্বর মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষাভবন ও উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চল, রাজশাহী বরাবর ৩ জন কর্মচারী নিয়োগের বিষয়ে লিখিত অভিযোগ করেন ধাইনগর ইউনিয়নের গুপ্তমানিক গ্রামের নেশ মোহাম্মদ এর ছেলে মো. মেহেদি হাসান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!