দিনাজপুরের পৌরসভায় কয়েকদিন ধরে বন্ধ রয়েছে পৌরসভার নাগরিক সেবা কার্যক্রম। এতে চরম দূর্ভোগে পড়েছেন পৌরবাসী। গত বৃহস্পতিবার থেকে পরিস্কার-পরিছন্নতা, জন্ম-মৃত্যু সনদ, ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্সসহ সব সেবা কাজ বন্ধ রয়েছে। জেলা প্রশাসকের নিয়োগকৃত প্রশাসক পৌর সভায় না আসায় সৃষ্টি হয়ে এ পরিস্থিতি বলে অভিযোগ করেছেন,পৌর কাউন্সিলরগণ। কাউন্সিলরদের অভিযোগ, পৌর প্রশাসক নিয়মিত অফিসে আসেন না। বৃহস্পতিবার এসে পাঁচ মিনিট বসে চলে গেছেন। মঙ্গলবার পর্যন্ত তিনি অফিসে আসেননি। তাঁর অনুপস্থিতিতে ফুয়েল (জ্বালানি তেল) না থাকায় বন্ধ রয়েছে ময়লা-আবর্জনা পরিস্কারের সকল পরিবহন। তাঁর স্বাক্ষর ব্যতিত সরবরাহ বন্ধ রয়েছে, জন্ম-মৃত্যু সনদ, ট্রেড লাইসেন্স,হোল্ডিং ট্যাক্সসহ সব ধরনের সনদপত্র প্রদান বন্ধ রয়েছে।