২০০৯ সালে পিলখানায় সংগঠিত হত্যাকান্ড, বিডিআর সদস্যদের চাকুরীতে পুনঃবহাল ও কারাবন্দী সদস্যদের মুক্তির দাবিতে র্যালি ও স্মারকলিপি প্রদান করেছে ভূক্তভোগী পরিবার। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পরিকল্পিত ষড়যন্তের কারণে ঢাকার পিলখানায় সংগঠিত হত্যাকান্ডের দায় চাপিয়ে দিয়ে বিডিআর সদস্যদের চাকুরীচ্যুত করার ১৫ বছরের মাথায় সেই চাকুরী পুনঃবহাল করা সহ কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবীতে পঞ্চগড়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার পঞ্চগড় জেলা বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে পঞ্চগড় জেলার চাকুরীচ্যুত বিডিআর সদস্যরা শহরের ডোকরোপাড়া এলাকায় পুলিশ সুপার কার্যালয়ের সামনে জমায়েত হয়। সেখান থেকে একটি র্যালি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সাবেত আলীর হাতে ৯ দফা দাবি সম্মলিত একটি স্মারকলিপি তুলে দেন সাবেক বিডিয়ার সদস্যরা।