ইসলামিক ফাউণ্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৫০ জন প্রতিযোগি ক্বিরাত,
আযান, হামদ ও না’তে রাসুল (সা.), কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে ইসলামিক ফাউণ্ডেশন মিলনায়তনে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুস সামাদ।
ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগ বিভাগের সহযোগি অধ্যাপক মোঃ রজব আলী। প্রধান আলোচক হিসেবে ছিলেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র,
চাঁপাইনবাবগঞ্জ এর পেশ ইমাম মাওলানা মোঃ মুখতার আলী। আলেচনা শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। প্রধান অতিথি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ আমাদের জীবনে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারলে সমাজে কোন বিশৃঙ্খলা থাকবে না।
ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে প্রতিযোগিদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান ই’ফার উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তফা।