সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত এলাকা থেকে ৮৮৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। মাছগুলি ভারতে পাচার করার চেষ্টা করা হচ্ছিল বলে জানিয়েছে ৪৮ বিজিবি। শনিবার (২১ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইলিশের চালানটি জব্দ করা হয় বলে জানিয়েছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। জব্দ করা ইলিশের দাম প্রায় ২২ লাখ টাকা। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। ৪৮ বিজিবির অধিনায়ক হাফিজুর বলেন, চোরাকারবারিরা দোয়ারাবাজার উপজেলার বাশতলা সীমান্ত দিয়ে ইলিশগুলি ভারতে পাচার করতে চেয়েছিল। গোপন খবর পেয়ে আমাদের টহল দল চালানটি জব্দ করেছে। তিনি আরও জানান, জব্দ করা ইলিশ মাছের চালান স্থানীয় কাস্টমসে জমা দেয়া হয়েছে। কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলাম কার্যক্রম সম্পন্ন ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।