সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার নাগরৌহা গ্রামে আকষ্মিক বজ্রপাতে একই গ্রামের ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- গ্রামের রফিকুল ইসলামের ছেলে রুহুল (৩০) ও বেলাল হোসেনের ছেলে আশরাফ (৪০)। নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, দিন মজুরের কাজ শেষে সন্ধ্যার দিকে তারা দুজন বাড়ির কাছাকাছি পৌঁছালে বৃষ্টি শুরু হয়। হঠাৎ আকষ্মিক বজ্রপাতে তাদের শরীর ঝলসে যায়। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করেন। উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত নিশ্চিত করে বলেন, উপজেলা প্রশাসন থেকে নিহতের দুই পরিবারকে আর্থিক সহায়তার আওতায় আনা হবে।