চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল স্টেশনের যাত্রীদের দূর্ভোগ কমাতে রেলস্টেশনের আশেপাশে গড়ে স্থাপনা উচ্ছেদ ও জমি মাপের ঘটনায় সৃষ্ট পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রহনপুর রেলস্টেশন বাজারের ব্যবসায়ীরা। রবিবার দুপুরে উপজেলার রহনপুর রেলস্টেশন সংলগ্ন একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা হয়। এসময় রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী বহুমূখী কল্যান সমিতি সাবেক সভাপতি আশরাফ, বিএনপি নেতা আশরাফুল হক, বেকারী ব্যবসায়ী দুরুল হোদাসহ শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। ব্যবসায়ীরা জানান, রেলের জায়গায় নির্মিত দোকানের খাজনা নিয়মিত পরিশোধ করা হয় এবং আগামীতেও দেয়া হবে। কিন্তু রেলস্টেশনের উন্নয়নে কোন প্রকল্প ছাড়া দোকানঘর ভাঙ্গার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে কয়েক হাজার মানুষ বেকার হয়ে পড়বে। স্টেশনের উন্নয়নে কোন প্রকল্প ছাড়া উচ্ছেদ অভিযান পরিচালনা করতে দেয়া হবে না।