সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনী আটারদাগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত, ৫টি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এর মধ্যে গুরুতর ৩ জনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও খুকনী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ তোতা মিয়া জানান, রোববার রাতে ২টি ব্যাটারি চালিত ভ্যান শ্রমিকের সাথে ভাড়া নিয়ে হাতাহাতি হলে স্থানীয় আটার দাগের লোকজন থামিয়ে দেয়।
পরে এক ভ্যান চালকের পক্ষে দৌলতপুর মেহের মালের মোড় এলাকার ছিঁচকে সন্ত্রাসী আব্দুল আলীমের নেতৃত্বে শ’খানেক লোকজন লাঠি সোটা নিয়ে আটার দাগ গ্রামে হামলা চালায়। তখন মুদিখানা, ফেক্সিলোড সহ অন্যান্য পণ্যের পাঁচটি দোকানে ভাঙচুর ও দশ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট চালায়। এসময় বাধা দিলে তাদের হামলায় স্থানীয় ১০ জন আহত হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।