নরসিংদীতে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার পরিত্যক্ত একটি ডোবা থেকে জেলা কারাগার থেকে লুট করে নিযে যাওয়া ৫৮২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে সদর মডেল থানা পুলিশের কাছে এসব গোলাবারুদ হস্তান্তর করে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর নরসিংদী ক্যাম্প এর লে. কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব সদর মডেল থানার কর্মকর্তা (ওসি তদন্ত) সামিউল হকের নিকট এসব গোলাবারুদ হস্তান্তর করেন। এসময় লে. কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া গ্রামের পরিত্যক্ত একটি ডোবায় কিছু গোলাবারুদ রয়েছে এবং সেখানে রাতের বেলা লোকজনের আনাগোনা লক্ষ্য করা যায়। খবর পেয়ে ক্যাপ্টেন আব্দুল্লাহিল তাহমিদের নেতৃত্বে ২৮ ইস্ট বেঙ্গলের একটি বিশেষ টহল দল সেখানে গিয়ে একটি ভাঙ্গা অ্যামুনেশন বক্সসহ ৫৮২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে। গত ১৯ জুলাই জেলা কারাগার হতে লুট হওয়া এসব গোলাবারুদ হতে পারে বলে ধারণা করছে সেনাবাহিনী।