প্রথমবারের মত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ দাখিল করা হয়েছে। এনামুল কবির নামে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে ডিবি অফিসে ১০ দিন ধরে নির্যাতন করার ঘটনায় সোমবার (২৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগটি করেছেন ভুক্তভোগী নিজেই। অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ১৭ নভেম্বর এনামুল কবির নামে একজন তরুণ ব্যবসায়ীকে তার রাজধানীর বাসাবোর বাড়ি থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। তৎকালীন ডিবি অফিসার মসিউরের নির্দেশে তাকে তুলে নেয়া হয়েছে বলে জানানো হয়। অভিযোগে আরও বলা হয়, হাত-পা, চোখ বেঁধে তাকে ডিবি অফিসে আটকে রাখা হয়। পরে ২৬ নভেম্বর তাকে ছেড়ে দেওয়া হয়। এই নয়দিন তাকে অমানবিক নির্যাতন করা হয়। এসময় বিরোধী দলের সম্পর্কে তার কাছে তথ্য চাওয়া হয়। পরে ডিবি অফিস থেকে মুক্তি দিলেও তার অফিসে বিস্ফোরক পাওয়া গেছে এই মর্মে একটি মামলা করে তাকে কারাগারে পাঠানো হয়েছিল। পরবর্তীতে কারাগার থেকে জামিনে মুক্তি পান এনামুল। বিনা দোষে এই নয়দিন তাকে তুলে নিয়ে যে অত্যাচার করা হয় তার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাসহ ২৫ জনের নাম উল্লেখ করে তিনি একটি অভিযোগ দায়ের করেন। এছাড়া সাভারের পাকিজা মোড়ে শিক্ষার্থী আসাহাবউল ইয়ামিনকে গুলি করে এপিসি ভ্যান থেকে ফেলে দেওয়ার ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন তার মামা। যেখানে আসামি করা হয়েছে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৭৮ জনকে।