চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের আনোয়ার (৩৫) একজন দৃষ্টি প্রতিবন্ধী। তাঁর ২ বছরের ১ ছেলে ও ১ বোনও দৃষ্টি প্রতিবন্ধী। আনোয়ারের বিধবা বোন সানয়ারা (৩০) একই পরিবারের তিনজন দৃষ্টি প্রতিবন্ধী ভিক্ষা করে মানবতার জীবনযাপন করছিলেন। এমন সময় ‘চাঁপাইনবাবগঞ্জে অনাহারে অর্ধাহারে কাটছে একই পরিবারের ৩ প্রতিবন্ধীর দিন’ এই শিরোনামে বিভিন্ন গণম্যাধমে সংবাদ প্রকাশের পর শিবগঞ্জ উপজেলা প্রশাসনের নজরে আসে বিষয়টি। মঙ্গলবার সকালে উপজেলা সমাজসেবার ভিক্ষুক পুনবাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের আওতায় একটি মুদি দোকানের বিভিন্ন সামগ্রী দৃষ্টি প্রতিবন্ধী আনোয়ারের হাতে তুলে দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আতাবুজ্জামান আল ইমরান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাসসহ সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। এসময় উপজেলা নির্বাহী অফিসার আতাবুজ্জামান আল ইমরান এমন সংবাদ পরিবেশন এর জন্য গণম্যাধমকে ধন্যবাদ জানান এবং দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।