১২তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখান করে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার বিকেলে জেলা শহরের পিটিআই মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ পিটিআইয়ের প্রশিক্ষণার্থী সহকারী শিক্ষকরা। মানববন্ধনে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার মূল চালিকাশক্তি সহকারী শিক্ষকদের সঙ্গে প্রহসনমূলকভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বৈষম্যমূলক সংস্কার প্রস্তাবনা বাতিলের জন্য এই মানববন্ধন। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অংশ নেন। এই দাবিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান শিক্ষকরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রশিক্ষণার্থী সহকারী শিক্ষক আবু বাক্কার সিদ্দিকী, আব্দুল মান্নান, সামিয়া আক্তার, মহসিনাহ বানু, জহরুল ইসলাম। মানববন্ধনে প্রায় ৮০ জন সহকারী শিক্ষক অংশগ্রহণ করেন।