সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাড়কোলায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা নিহতের লাশ উদ্ধার ও আহতদের হাসপাতালে ভর্তি করেছে। নিহত মেরাজ মন্ডল (১৯) একই এলাকার বরকত মণ্ডলের ছেলে। প্রত্যাক্ষদর্শী ও শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুজ রানা জানান, বৃহস্পতিবার সকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর পৌর এলাকার পাড়কোলা বাজারের সামনে পাবনাগামী একটি ট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং অটোরিক্সার এক যাত্রী নিহত ও চালকসহ আরও ৩ জন আহত হয়। পরে শাহজাদপুর থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।