‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ-সমৃদ্ধ করি বাংলাদেশ’ শ্লোগানে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ বন বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার, সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আসগর আলী, চাঁপাইনবাবগঞ্জ সহকারী বন সংরক্ষক মোঃ মেহেদীজ্জামান।
বৃক্ষ রোপণ ও পরিচর্যা বিষয়ে বক্তব্য রাখেন মোনামিনা কৃষি খামারের সত্ত্বাধীকারী কৃষি উদ্যোক্তা মোঃ মতিউর রহমান মতি। বক্তারা বলেন, জলবাযু পরিবর্তনের কারণে আমাদের প্রকৃতিতে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনাবৃষ্টি, প্রচন্ড তাপদাহ, ক্ষরা, অসময়ে বৃষ্টিসহ নানা জটিলতা সৃষ্টি হয়েছে।
এসব সমস্যা থেকে পরিত্রানে আমাদের বেশী বেশী করে গাছ লাগাতে হবে। সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের এব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে। পরিবেশ বাঁচাতে সকলকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা। ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত আয়োজিত বই মেলায় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও বৃক্ষ প্রেমীরা উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসারের প্রতিনিধি সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিনসহ ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সপ্তাহব্যাপী বৃক্ষ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি থাকলেও রাজশাহীতে দাপ্তরিক জরুরী কাজে ব্যস্ত থাকায় বৃক্ষ মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন জেলা কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও গিতা পাঠ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বন বিভাগের কর্মকর্তা সত্যেন্দ্র নাথ সরকার। মেলায় বিভিন্ন জাতের ফলজ, বনজ, ঔষধী গাছের চারার ২৫টি স্টল রয়েছে। শেষে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।