ভারতে পালানোর জন্য নওগাঁয় আত্মীয়ের বাড়ি এসে আব্দুল্লাহ আল আহসান (২৪) নামে চট্টগ্রামের এক ছাত্রলীগ নেতা পুলিশের হাতে আটক হয়েছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোর রাতে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলীর নেতৃত্বে যৌথবাহিনী তাকে আটক করে। আটক আব্দুল্লাহ চট্টগ্রাম মহানগরীর চাটগাঁ থানার বহদ্দারহাট বাড়ইপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি চট্টগ্রামের চান্দগাঁও ৬নং পূর্ব ষোলশহরের ওমর আলী রোডে বসবাস করেন। তিনি চান্দগাঁও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। প্রাথমিকভাবে আব্দুল্লাহ স্বীকার করেছেন যে, তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। মহাদেবপুর থানার ওসি মো. হাশমত আলী বলেন, আটক আব্দুল্লাহ আল আহসান হিমেল এক দালালের মাধ্যমে মহাদেবপুর উপজেলার পার্শ্ববর্তী ধামইরহাট উপজেলার সীমান্ত পথে ভারতে পালিয়ে যাওয়ার জন্য উপজেলার দেওপাড়ায় অবস্থান করছিলেন। সংবাদ পেয়ে তাকে আটক করা হয়।