ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জের আলেম ওলামা ও সাধারণ তৌহিদি জনতা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজের চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শান্তি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বিশ্বরোডে সমাবেশ করে। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বক্তব্য রাখেন, আবদুল মতিন, মুসতাকিন বিল্লা নিসান, কবির হোসেন, জাহাঙ্গীর আলম, আবদুল আজিজ, জাহিদ হাসান, মোহাম্মদ হোসাইন,
আব্দুল হান্নানসহ অন্যরা। এসময় কয়েশ আলেম ও ধর্মপ্রান মুসলমান অংশ নেয়।
সমাবেশে বক্তারা বলেন, নবী (সা.)-এর অপমান মেনে নেব না। অতিদ্রুত কটূক্তিকারীদের গ্রেপ্তার করতে হবে।
আমরা প্রতিবাদ করছি, কাল দেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান কটূক্তির প্রতিবাদ করবে। সরকারের কাছে দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, এখনও রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রকাশ করা হয়নি। ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে।