নতুন বাংলাদেশ বিনির্মাণের নতুন প্রত্যয় বুকে ধারণ করে নওগাঁর নিয়ামতপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানের সাথে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ওসির কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়। এসময় উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাকিনুজ্জামান নাহিদ, নিয়ামতপুর কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিহাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সারোয়ার সজিব, জুলফিকার, ইনজামামুল সুমন প্রমুখ। এসময় সকল প্রকারের হয়রানী ছাড়াই সম্পন্ন নতুনভাবে পুলিশি সেবা উপজেলার প্রতিটি ঘরে ঘরে পৌছে দেওয়ার লক্ষ্যে উপজেলায় ছাত্রদলের সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করেন নবাগত ওসি হাবিবুর রহমান।