সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ রংপুর জেলার কবি-লেখকদের সাথে মতবিনিময় সভা ও সাহিত্য আসর রংপুর সিটির কেরানীপাড়া মৌবন মোড়স্থ টিচার্স এন্ড ইন্জিনিয়ারিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কবি লেখক ছড়াকার ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ও স্বরচিত কবিতা পাঠ করেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি নাসরিন নাজ, রংপুর বিভাগীয় কমিটির সভাপতি বিশিষ্ট ছড়াকার ইন্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরী, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, বিভাগীয় কমিটির সহসভাপতি কবি-লেখক এটি এম মোর্শেদ, কবি-লেখক ডালিম কুমার রায়,লেখক মেজর ডাঃ মোঃ বিল্লাল হোসেন, কবি-লেখক গল্পকার নাহিদা ইয়াসমিন, কবি-লেখক খেয়ালী মোস্তফা, কবি-লেখক ধ্রুবক রাজ, কবি-লেখক অহিদুল ইসলাম, লেখক লিংকন প্রমুখ। আয়োজনটি পরিচালনা করেন সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন। আলোচনা সভায় জেলা উপজেলা সফর, কমিটি গঠন, সম্মেলনের স্থান নির্বাচন, উপকরণ প্রদান, খাদ্য, রেজিষ্ট্রেশন, সাফল্য ম্যাগাজিন সংক্রান্ত নানা বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেষে আগামী ২২ নভেম্বর রংপুরে সাফল্যের কবি-লেখক ও পাঠক সমাবেশ এর পাঁচশত টাকা রেজিষ্ট্রেশন ফি আগাম প্রদান ও স্বরচিত লেখা ইমেইলে পাঠানোর বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়।