দৈনিক ভোরের কাগজের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি ও শিবগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আতিক ইসলাম সিকোর পিতা মো: সেন্টু বিশ্বাস (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না … রাজিউন)। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় শিবগঞ্জ পৌর এলাকার গোয়ালপাড়া মহল্লার নিজ বাসভবনে তিনি মারা যান। মৃতকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সেন্টু বিশ^াস দীর্ঘদিন ধরে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মরহুমের নামাজে জানাজা রবিবার বেলা ৩ টায় সেলিমাবাদ কেন্দ্রীয় গোরস্থানে অনুষ্ঠিত হয় এবং সেখানেই মরদেহ দাফন করা হয়। জানাযায় অংশ নেন জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মী, স্থানীয় ও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দৈনিক ভোরের কাগজের শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি ও শিবগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আতিক ইসলাম সিকোর পিতার মুত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ‘দৈনিক চাঁপাই দর্পণ’ প্রকাশক ও সম্পাদক ও চ্যানেল আই প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু।