1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম বিষয়ে সচেতনতায় অংশীজনদের নিয়ে সমন্বয় সভা - দৈনিক চাঁপাই দর্পণ
সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :

চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম বিষয়ে সচেতনতায় অংশীজনদের নিয়ে সমন্বয় সভা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম বিষয়ে সচেতনতায় অংশীজনদের নিয়ে সমন্বয় সভা

গ্রাম আদালত কার্যক্রম বিষয়ে সচেতনতা তৈরীতে প্রচার প্রচারণা কার্যক্রমে গতিশীলতা নিয়ে আসার লক্ষে অংশীজনদের নিয়ে সমন্বয় সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) আবুল কালাম সাহিদ। বক্তব্য রাখেন চ্যানেল আই’র প্রতিনিধি ও দৈনিক চাঁপাই দর্পণ এর সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, দৈনিক চাঁপাই চিত্র’র সম্পাদক মোঃ কামাল উদ্দিন, চাঁপাই দৃষ্টির সম্পাদক মোঃ এমরান ফারুক মাসুম, ব্র্যাক প্রতিনিধি মোমেনা খাতুনসহ অন্যরা। গ্রাম আদালত কার্যক্রম বিষয়ে নেয়া পদক্ষেপগুলো তুলে ধরেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোঃ হাফিজ আল আসাদ। গ্রাম আদালত কার্যক্রমকে এগিয়ে নিয়ে মামলা জট কমাতে অংশীজনসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন,

সমাজ সেবা অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোসাঃ উম্মে কুলসুম, জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মোঃ মুখতার আলী, গৌড় বাংলার ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ আজিজুর রহমান শিশির, নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম কবীর, স্কাউটের জেলা সম্পাদক মোঃ আব্দুর রশিদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল মান্নানসহ ইমাম, শিক্ষক, সাংবাদিক, তরুন ও বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগণ।

গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে সমন্বয় সভায় জানানো হয়, জেলায় গ্রাম আদালতে ২০২৪ সালের ফেব্রুয়ারী-আগস্ট পর্যন্ত মামলা গ্রহন ও নিষ্পত্তি হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দায়েরকৃত মামলার সংখ্যা-১৯৯টি, তার মধ্যে নিষ্পত্তি হয়েছে ১৩৯টি, আদায়কৃত ক্ষতিপুরণের অর্থের পরিমাণ ৩ লক্ষ ২৫ হাজার ৭ শত ৪৩ টাকা। শিবগঞ্জ উপজেলায় দায়েরকৃত মামলার সংখ্যা ২৯৪টি, নিষ্পত্তি হয়েছে ১৯৯টি, ক্ষতিপূরণের অর্থ আদায় ৩ লক্ষ ৮৮হাজার ৫শত টাকা। গোমস্তাপুর উপজেলায় দায়েরকৃত মামলার সংখ্যা ১৬৫টি, নিষ্পত্তি হয়েছে ১৩৪টি, আদায়কৃত ক্ষতিপুরণের অর্থ আদায় ৭ লক্ষ ৩৫হাজার ৫০ টাকা। নাচোল উপজেলায় দায়েরকৃত মামলার সংখ্যা ২৪৮টি, নিষ্পত্তি হয়েছে ১৭৪টি, আদায় কৃত ক্ষতিপুরণের অর্থ ৩লক্ষ ৭০ হাজার টাকা এবং ভোলাহাট উপজেলায় দায়েরকৃত মামলার সংখ্যা ১৩৮টি, নিষ্পত্তি হয়েছে ১২০টি, আদায়কৃত ক্ষতিপূরণের অর্থের পরিমাণ ১লক্ষ ৩৫ হাজার ৪শত টাকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!