চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গোমস্তাপুর থানার অফিস ইনচার্জ গোলাম কিবরিয়া, সেনাবাহিনীর উপজেলার দায়িত্বপাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ, উপজেলা আনসার ভিডিপি ফরহাদ আলম চৌধুরী, ১৬ বিজিবির রহনপুর কোম্পানি কমান্ডার আব্দুল ওয়াদুদ, রহনপুর পৌর সভার সচিব খায়রুল ইসলাম, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রাধানগর চেয়ারম্যান মতিউর রহমান, চৌডালা চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া চেয়ারম্যান সামিউল আলম( শ্যামল), উপজেলা পূজা উদযাপন পরিষদের, সভাপতি সচিবদেব বর্মন, সহ-সভাপতি শ্রী মতি লাল, সম্পাদক সুমন শাহা প্রমুখসহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দ। সভায় আসন্ন শারদীয় দূর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে নানা পদক্ষেপ তুলে ধরেন উপস্থিত সংশ্লিষ্টরা। উল্লেখ্য, এই বছর উপজেলা ৩১টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।