চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ ভবানীপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মোঃ আজিজুল হক (৪৭)।
র্যাব এক প্রেসনোটে জানায়, ২৯ আগস্ট সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর এলাকার কানসাট হতে খাসেরহাটগামী পাঁকা রাস্তার পাশে পরিত্যক্ত জমিতে অভিযান পরিচালনা করে। এসময় মাদক সরবরাহকালে মাদক ব্যবসায়ী মোঃ আজিজুল হক কে ০১ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে। র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকের একটি চালান সরবরাহের তথ্যের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল উল্লেখিত স্থানে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় উক্ত আসামীকে গ্রেফতার করে।