জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বনামধন্য বিদ্যাপিঠ নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে। ‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যে সোমবার দুপরে নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম কবীর। প্রধান অতিথি ছিলেন লেখক ও সাংবাদিক শামসুল হক টুকু। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুল কাদের ও চাঁপাইনবাবগঞ্জ নেসকো’র নির্বাহী প্রকৌশলী ইন্জিনিয়ার মোঃ সেলিম রেজা।
এসময় নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা, কন্যা শিশুর যত্ন ও তাদের মেধা বিকাশ ঘটেছে। একটা সময় কন্যা শিশুর চেয়ে পুত্র শিশুর বেশি আদর যত্ন করতো।
কারণ, তখন কন্যা শিশুর চেয়ে পুত্র শিশুকে বৃদ্ধ বয়সের অবলম্বন মনে করা হত। তাই কন্যা শিশুর চেয়ে পুত্র সন্তানকে পরিবারে গুরুত্ব দেয়া হতো। সময় বদলেছে, নানারকম বাধা-বিঘ্ন পেরিয়ে কন্যা শিশুরা এখন পুত্র সন্তানের মতো সমানতালে পরিবারে, সমাজে ও রাষ্ট্রে অবদান রেখে চলেছে। ‘শিশুদের প্রতি সব ধরনের ভেদাভেদ ও বৈষম্য দূর’ করে সচেতনতা তৈরিতে প্রতিবছর বাংলাদেশে দিবসটি পালন করা হয়। ২০০৩ সালে কন্যাশিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় ৩০ সেপ্টেম্বরকে জাতীয় কন্যাশিশু দিবস ঘোষণা করা হয়।