সিলেটের গোয়াইনঘাট সীমান্তে পৃথক অভিযানে ৮৭১ বস্তা ভারতীয় চিনি ও ১ হাজার ৫৪৮ কেজি ভারতীয় চা পাতা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী জাফলংয়ের রাধানগর ও তামাবিল এলাকায় এ অভিযান পরিচালনা করে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে একটি প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। বিজিবির সূত্রে জানা যায়, গোপন সংবাদে সিলেটের ৪৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী জাফলংয়ের রাধানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে অভিযানে ৪৩ হাজার ৫৫০ কেজি ভারতীয় চিনি এবং ১ হাজার ৫৪৮ কেজি ভারতীয় চা-পাতা জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৭৪ লাখ ৬১ হাজার ৩০০ টাকা। ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল ভারতীয় চিনি ও চা পাতা জব্দ করা হয়। এসব পণ্য স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।