চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফল বাজারের শুভ উদ্বোধন হয়েছে। উপজেলার কসবা ইউনিয়নের কালইর বাজারে গঠিত হয়েছে এ ফল বাজার। কালইর ফল ফাউন্ডেশনের উদ্যোগে শুভ উদ্বোধন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার (১লা অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় ফল বাজার শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফল ফাউন্ডেশন এর সভাপতি জাকারিয়া আল মেহরাব। এছাড়াও গোলাবাড়ি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও ফল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তাজামুল হক, অর্থ সম্পাদক আতাউর রহমান লিটন, সদস্য নাজির হোসেন, ইউসুফ আলী মাস্টার, রহিদুল ইসলাম মেম্বার, উদ্যোক্তা রফিকুল ইসলাম রফিক, বাবুল আক্তার, মোহাম্মদ রফিক, ফারুক আহমেদ, নাহিদ ইসলাম প্রমুখ। বক্তারা বলেন ‘নাচোলের মাটি ফলের ঘাঁটি’।
এক সময়ের বরেন্দ্র অঞ্চলের মরুভূমি খ্যাত নাচোল বিভিন্ন রকমের সুস্বাদু ফলের জন্য বিখ্যাত। বিভিন্ন জাতের আম, পেয়ারা, মালটা, কমলা, ড্রাগন বরইসহ সব ফলই নাচোলেই উৎপাদিত হয়। আর এ কালইর মোড় থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে নাচোলের এই সুস্বাদু ফলগুলো। উপজেলার কালইর আম ও পেয়ারা বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত লাভ করেছে ইতিমধ্যেই। এই বাজার থেকে প্রতিদিন প্রায় ২৫ থেকে ৩০টি ট্রাক, কাভার ভ্যানসহ মিনি ট্রাকে করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে ফলের গাড়ি চলাচল করে। উদ্বোধনী আয়জনে আরও উপস্থিত ছিলেন কসবা ইউপি মহিলা সদস্য চম্পা খাতুন, সখিনা বেগম, ক্রেতা ও বিক্রেতা আড়ৎদারসহ ফল ফাউন্ডেশন এর সদস্যরা।