নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের এক দফা দাবিতে সারাদেশের ন্যায় ৩ ঘন্টা কর্মবিরতি পালন করেছে চাঁপাইনবাবগঞ্জের নার্সরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সামনে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ চাঁপাইনবাবগঞ্জের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের নার্সিং সুপারভাইজার আজিম উদ্দিন, নার্সিং সুপারভাইজার আয়েশা খাতুন হাসি, নার্সিং ইন্সট্রাক্টর মোমতাজ বেগম, সিনিয়র ষ্টাফ নার্স ওবাইদুর রহমান, সিনিয়র স্টাফ নার্স সামসুন নাহার মাসুম বিল্লাহ অন্যান্যরা। বক্তারা তাদের এক দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। ১ দফা দাবি না মানলে আগামীতে কঠোর কর্মসূচির হুশিয়ারী দেয়া হয়। এদিকে, কর্মবিরতি চললেও জরুরী সেবা দেয়ার জন্য নার্সরা পর্যায়ক্রমে দায়িত্ব পালন করছেন।