চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালন করেছে আইএফআইসি ব্যাংক। ‘আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে মঙ্গলবার রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আইএফআইসি ব্যাংকের রহনপুর উপ-শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক রিপন বসাক। প্রধান অতিথি ছিলেন রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহাঃ হাবিবুর রহমান। চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক রিপন বসাক বলেন, বৈশ্বিক উন্নয়নের ফলে আমরা সার্বিক উন্নতির পথে এগুচ্ছি, তেমনই নিত্য নতুন প্রতারণা ও অপরাধীদের অপরাধের জাল বিস্তার করছে। এজন্য প্রত্যেক নাগরিককে আর্থিক খাতে প্রতারণা রোধে সচেতন হওয়া প্রয়োজন।
এজন্য আমরা দেশব্যাপী আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালন করে যাচ্ছি। ভবিষ্যতেও আইএফআইসি ব্যাংক এমন কর্মসূচি পালনের মাধ্যমে স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে। কর্মশালায় প্রশিক্ষনমূলক বক্তব্য ও স্লাইড প্রেজেন্টেশন প্রদান করেন, আইএফআইসি ব্যাংকের রহনপুর উপ-শাখার ইনচার্জ এস.এম জোবাইদুর রহমান। হুন্ডির পরিবর্তে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ প্রদান করা হয়। বৈধ পথে রেমিট্যান্সের উপকারিতা ও জাতীয় অর্থনীতিতে প্রভাব, হুন্ডি বা অন্য কোনো বেআইনি পথে আর্থিক লেনদেনের ক্ষতি ও ঝুঁকি নিয়ে বিস্তার আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রহনপুর উপশাখার সেলস অ্যাসোসিয়েট মো: মাহফুজ আলী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ। আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে কর্মসূচিতে অংশগ্রহণকারী বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের বিভিন্ন ব্যাংকিং, বিজনেস ব্যাংকিং, পণ্য ও সেবা বিষয়ে প্রয়োজনীয় ধারণা দেওয়া হয়।