রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় গোদাগাড়ী উপজেলা মিটিং রুমে ফ্যান বিতরণ অনুষ্ঠানে এল.জি.ই.ডির প্রকৌশলী ইঞ্জি. মুনসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আবুল হায়াত। অনুষ্ঠানে প্রায় ৪শটি ফ্যান বিতরণ করা হয়। পর্যায়ক্রমে প্রতিষ্ঠানগুলোর মাঝে ফ্যান বিতরণ অব্যাহত থাকবে। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন এ বছর শিক্ষক দিবস অত্যন্ত যাঁকজমকপূর্ণভাবে পালন করা হবে। শিক্ষকদের উদ্যেশ্যে তিনি বলেন আপনারা প্রতিষ্ঠানে সুন্দরভাবে লেখাপড়া করাবেন। সামান্য ভুল বুঝাবুঝি থাকলে সেগুলোকে নিজেদের মধ্যে মিমাংসা করে নিয়ে লেখা-লেখি বন্ধ করে ফেলবেন। সেই সাথে তিনি আরো বলেন পিছিয়ে পড়া ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সকল শিক্ষকদের প্রতি অনুরোধ করেন।