হযরত মোহাম্মদ (সা.) কে অবমাননার ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মহারাজপুর ফিল্ডের হাটে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি ভারতের মহারাষ্ট্রে বিতর্কিত পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক উদ্ধৃত এবং কট্টর হিন্দুত্ববাদী বিজেপি নেতা নিতেশ নারায়ণ রানে সমর্থিত, কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননাকর ন্যাক্কারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে পুরো বিশ্ব উত্তাল। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের আয়োজনে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে যোগদান করেন কারবালা স্কুল ও কলেজের কয়েক’শ শিক্ষার্থী। এই ধরনের কর্মকাণ্ডের জন্য ভারতীয় দূতাবাসে জিজ্ঞাসাবাদ করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলীদের প্রতি আহ্বান জানান বক্তারা।