চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা বন্যাকবলিত পাকা ইউনিয়নকে এগিয়ে নিতে বন্যা পরবর্তী সময়ে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে একযোগে সকল নাগরিক সেবা ও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন শিবগঞ্জ এর আয়োজনে চরপাঁকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী একযোগে সকল নাগরিক সেবা ক্যাম্প উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আফতাবুজ্জামান আল ইমরান। দিনব্যাপী কার্যক্রমে উপজেলার সকল কর্মকর্তা এসে বন্যাকবলিত সকল নাগরিকে, ভূমিসেবা স্বাস্থ্যসেবা, কৃষিসেবা, জনস্বাস্থ্যসেবা, ভেটেরিনারি চিকিৎসাসেবা, বিআরডির ক্ষুদ্রঝণসেবা, এনআইডি নাগরিকসেবা, খাদ্যবান্ধবসেবা, বিএমডিএ নাগরিকসেবা, মহিলা বিষয়ক সেবাসহ সকল দপ্তরে সেবা প্রদান করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসারের সাথে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, একাডেমি সুপারভাইজার মুরশেদুল আলম, উপজেলা সহকারী শিক্ষা অফিস রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, পাকা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেকসহ সকল সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন স্তরের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পাকা ইউনিয়নের সকল সরকারি দপ্তর শিক্ষা প্রতিষ্ঠান সকল সকল প্রকল্প পরিদর্শন করেন।