জয়পুরহাটে টনসিল অপারেশনের পর রুমা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তবে মৃতের পরিবারের স্বজনদের দাবি, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) রাতে জেলার পূর্ব বাজার বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটে। গৃহবধূ রুমা আক্তার জয়পুরহাট সদর উপজেলার নুরপুর মৃধাপাড়া গ্রামের শামীম হোসেনের স্ত্রী। মৃতের স্বজনরা জানান, শুক্রবার রাতে টনসিল অপারেশন করাতে বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন রুমা আক্তার। পরে টনসিলের অপারেশন করতে তাকে হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক আসাফউদ্দৌলা ও তানভিরের তত্ত্বাবধানেই টনসিল অপারেশন হয়। এরপর ওই গৃহবধূর মৃত্যু হয়। একপর্যায়ে মরদেহ রেখে পালিয়ে যান চিকিৎসক ও নার্সসহ হাসপাতালের সবাই। রুমা আক্তারের স্বামী শামীম হোসেন বলেন, চিকিৎসকের অবহেলার কারণেই আমার স্ত্রীর মৃত্যু হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারে দাবি করছি। জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, রুমা আক্তার নামে এক গৃহবধূ টনসিল অপারেশনের পর মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।