বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন, ভোটের হরণ করা আওয়ামী লীগ সরকার যে আইনে ট্রাইবুনাল গঠন করে নিরপরাধ ব্যক্তিদের হত্যা করেছে,সে আইনে তাদের বিচার আমরা দেখতে চাই। আশা করি সে আদালতেই আওয়ামী লীগ ও তাদের দোষরদের বিচার দেখতে চাই। তারা ১৬ টি বছর গুম খুন করে ক্ষমতায় টিকে ছিল। সাধারন মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল।
আল্লাহ জালিমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আওয়ামী লীগ সরকার জামায়াতে ইসলামীকে শেষ করে দিতে চেয়েছিল। দুনিয়াদারি কোনো সংগঠন হলে শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু আমাদের শুরু হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। আমদের সাথে আল্লাহ ছিলেন। এখনো আছেন। আওয়ামী লীগ দেশের মানুষকে মানুষ মনে করতো না। দেশের মানুষের সেবা করার বদলে তারা হয়েছিল দেশের মালিক। সেবক হতে পারেনি। বিগত দিনে কোরআনের মাহফিলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তাফসির মাহফিল থেকে বক্তাদের পুলিশ এসে তুলে নিয়ে গেছে। এগুলো আমরা ঘৃণা করি।
জামায়াতের আমির বলেন, সারাদিন সারাদেশে ছিনতাই, গুম, খুনসহ বিভিন্ন অপকর্মের খবর আমরা পত্রপত্রিকায় দেখি। তিনি শনিবার বেলা ১১টায় জামায়াতে ইসলামি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে হেফজুল উলুম কামিল মাদ্রাসা ময়দানে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন-প্রতিদিন অন্য সংগঠনের নেতা কর্মীদের নামে গুম খুন চাঁদাবাজি ধর্ষণসহ নানান অভিযোগ প্রকাশ হচ্ছে। কিন্তু জামায়াতে ইমলামীর ২ কোটি ৪২ লাখ রেজিস্ট্রার্ড কোন সদস্যের বিরুদ্ধে একটিও অভিযোগ আসেনি। আগামী দিনেও আসবে না। তিনি বলেন,আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই,যে বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না।
সম্প্রতি আন্দোলনে বেহায়য়া-বেপরোয়া সরকার জনগনের বুকের উপর যে গুলি ছুড়েছে-খুনের নেশায় মেতে উছেঠিল, তারা আবার নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। কিন্তু বিগত তাদের তামাষার নির্বাচনের বিচার করতে হবে। তারপরেই জনগন সিদ্ধান্ত নিবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিনের আমির নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে শামীম সাঈদী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমির ড.মাওলানা কেরামত আলী,কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্যও জেলা নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ওজেলা সহকারি সেক্রেটারিঅধ্যাপক মুখলেশুর রহমান,চাঁপাইনবাবগঞ্জ পৌর আমির হাফেজ মাওলানা গোলাম রাব্বানী,সদর উপজেলা আমির হাফেজআব্দুর আলিমসহ অন্যরা।