দলীয় নেতা কর্মীদের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও সু-সংগঠিত করার লক্ষ্যে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে কর্মী সভা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) শাহবাজপুর ইউনিয়নের এইচ.টি.ভি ইংলিশ একাডেমী মাঠে এই সভা হয়। শাহবাজপুর ইউনিয়ন ০৫ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল ইসলাম। শাহবাজপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তাজিমুল হক তাজু ডাক্তার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুর মেম্বার, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রেজাউল করিম সহরুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন ডালিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান সেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেনী আমিন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, সদস্য সচিব পলাশ মাহমুদসহ ছাত্রদল, যুবদল, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠনের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরেন ও দলকে এগিয়ে নিতে হলে সকল কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে এবং নতুন বাংলাদেশ বির্নিমাণে সকলকেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে বলে উল্লেখ করেন।