ময়মনসিংহের ভালুকা উপজেলায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় সাত বছরের শিশুসহ তিনজন নিহত হয়েছে। গত চব্বিশ ঘণ্টার ব্যবধানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সহ তিনটি পৃথক স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, বৃহস্পতিবার উপজেলার তালুটিয়া বাইতুন নূর জামে মসজিদের পাশে হাইজ্যাক মোড়ে ভরাডোবা-সাগরদিঘী আঞ্চলিক সড়কে সাগরদিঘিমূখী একটি পিকআপের স্বজোরে ধাক্কা লেগে তালুটিয়া জহিরুল ইসলামের শিশু ছেলে আবুল হোসেন (০৭)’র ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপর একটি উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ভায়াবহ এলাকায় মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার পথে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শেফার্ড গ্রুপে নিরাপত্তা কর্মী উপজেলার পানিভান্ডা গ্রামের মৃত আহেদ আলীর ছেলে এনামুল হক ধনু (৪২) ঘটনাস্থলেই তিনি নিহত হন। এছাড়াও গতকাল রাতে কারখানা ছুটির পরে মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রী বাসায় যাওয়ার সময় স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় পিএ নীট কম্পোজিট লিমিটেড এর সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাত গাড়ী চাপায় মোটরসাইকেল চালক স্বামী সজিব মিয়া নিহত হয়। সজিব মিয়া ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাট্টা নয়াপাড়া এলাকার হাবিব মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী সোনিয়া আক্তার গুরুতর আহত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপর আরেক দূর্ঘটনায় সিডস্টোর সখিপুর সড়কের বড়চালা রানার মটর্সের সামনে মালবাহী ট্রাকের ধাক্কায় সাংবাদিক সফিউল্লাহ আনসারীর সহোদর ছোটভাই ও সখিপুর মহিলা কলের প্রভাষক জাহান আশরাফ গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভরাডোবা হাইওয়ে থানার এএসআই সাদেকুর। অপর দূর্ঘটনার বিষয়টির নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুল হুদা খান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার ও পিক-আপটি জব্দ করে। পরে পরিবারের অনুরোধে নিহতের লাশ ও মোটরসাইকেল পরিবারের কাছে হস্তান্তর করা হয়।