রাজশাহীর গোদাগাড়ী প্রেসক্লাবের সভাপতি ও গোদাগাড়ী সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান সিনিয়র সাংবাদিক এবিএম কামারুজ্জামান বকুলের মাতা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। রোববার (২৭ অক্টোবর) দুপুর ১২ টা ১ মিনিটে নিজ বাস ভবনে মারা যান। তিনি গোদাগাড়ী পৌর এলাকার কেল্লাবারুইপাড়া গ্রামের মৃত: ইরফান আলীর সহধর্মীনি হানিফা বেগম। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি চার ছেলে ও তিন মেয়ের জননী। তার বড় ছেলে ডা: গোলাম মোর্ত্তজা হাসান চুনু সাবেক সির্ভিল সার্জন, মেজ ছেলে গোলাম মোস্তফা মোংলা পোর্ট কর্মকর্তা, সেজো ছেলে ড. মো: কহিনুর ইসলাম সহযোগী অধ্যাপক ও ছোট ছেলে সিনিয়র সাংবাদিক এবিএম কামারুজ্জামান বকুল গোদাগাড়ী সরকারি কলেজে সমাজ বিজ্ঞান বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। গোদাগাড়ী সিনিয়র সাংবাদিক বকুলের মায়ের মৃত্যুতে গোদাগাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ ও শোকাত্ম পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। সোমবার সকাল ১০ টায় গোদাগাড়ী ডাইংপাড়া ফাজিলপুর গোরস্থানে মরহুমার জানাযার নামাজ শেষে দাফন করা হবে। মরহুমার পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে। রাজশাহী জেলার গোদাগাড়ী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এবিএম কামারুজ্জামান বকুলের মাতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম রঞ্জু।