ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট ঢাকায় উদযাপিত ‘জাতীয় কবিতা মঞ্চ ও ইরানী দূতাবাস’ আয়োজিত পয়েট্রি ফর প্যালেস্টাইন কবিতা প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ইরানী রাষ্ট্রদূত সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী কাছ থেকে পোয়েট্রি ফর ফিলিস্তিন এওয়ার্ড পেলেন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কবি আসাদুজ্জামান খান মুকুল। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ডঃ আ ফ ম খালিদ হোসেন। সভাপতিত্ব করেন শতাধিক গ্রন্থের প্রণেতা কবি ও গবেষক জাতীয় কবিতা মঞ্চের সভাপতি মাহমুদুল হাসান নিজামী। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ডঃ শাহ কাউসার মুস্তফা আবুল উলায়ী দর্শন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। এসময় উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব মজিবুর রহমান, মেজর জেনারেল এহতেশামুল হক, ইরান দূতাবাসের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ, দেশের বিশিষ্ট কবি ও লেখকবৃন্দ, বিভিন্ন প্রচার মাধ্যমের মিডিয়াকর্মীরা।