নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত নিয়ামতপুর উপজেলা ভাবিচা ইউনিয়নের রবিদাস পাড়ার রাস্তার দুই পাশে উপজেলা যুবদলের আয়োজনে বৃক্ষ রোপণ করা হয়। নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোকলেছার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান। উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জুম্মা রশিদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সামাদ সোনার, আনোয়ার হোসেন প্রমুখ। উল্লেখ্য, নিয়ামতপুর উপজেলা যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীতে উপজেলার আটটি ইউনিয়নে পর্যায়ক্রমে ১ হাজার গাছ রোপন করা হবে।