নওগাঁর নিয়ামতপুরে উপজেলা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনকে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও গতিশীল করার লক্ষ্যে বিএনপির কর্মীসভা আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় নিয়ামতপুর উপজেলায় চন্দননগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কোদালিশহর গ্রামে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। চন্দননগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নূরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, নিয়ামতপুর থানা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক শামসুদ্দিন আহমেদ, আব্দুল বারী, নিয়ামতপুর থানা বিএনপির ছাত্রদলের সদস্য কাদীর মাহমুদ রকি, শাকিল মাহমুদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বলেন, বিএনপি নেতা কর্মীদের আচার ব্যবহার ও দৈনন্দিন পথ চলা যেন আওয়ামী স্টাইলে না হয়। আওয়ামীলীগ জাতীর সাথে যে অন্যায় অবিচার করেছে, তা যেন আমরা না করি। আওয়ামীলীগের সাথে আমাদের তফাৎ থাকতে হবে। আমাদের কর্মকাণ্ড দেখে যেন কোন সাধারণ মানুষ বিএনপির বিমুখ না হয়। উপজেলা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনকে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও গতিশীল করার লক্ষ্যে দিকনির্দেশনা মূলক কথা বলেন তিনি।