নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষন ভাতা ও ড্রাইভিং লাইসেন্স বিতরণ, ফ্রিল্যান্সিং, বিউটিফিকেশন ও মৎস্য চাষ কোর্সের উদ্বোধন, ব্লাড গ্রুপিং, বৃক্ষ রোপন করা বৃক্ষের পরিচর্যা ও খাল ও জলাশয় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়।
‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ শ্লোগানে শুক্রবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে জাতীয় যুব দিবস এর কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উঁরাও। যুব উন্নয়নের জেলা কার্যালয়ের ভবনে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নাতিপ্রাপ্ত) আবুল কালাম সাহিদ, যুব উন্নয়ন অধিদপ্তরের কো-অর্ডিনেটর মোঃ রাকিবুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার।
স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল মান্নান। সভায় যুবদের শপথ বাক্য পাঠ করানো হয়। এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন ট্রেডের প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরে বৃক্ষ রোপন করা হয়। এর আগে সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা হর্টিকালচার সেন্টার পার্শ্ববর্তী খাল পরিস্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করা হয়। গবাদী পশু পালন,
কম্পিউটার কম্পোজ, গাভী পালনের জন্য ৩ জনকে ২ লক্ষ ৪০ হাজার টাকার ঋণের চেক প্রদান করা হয়। শেষে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান, স্মার্ট ড্রাইভিং লাইসেন্স, সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া ফ্রিল্যান্সিং, বিউটিফিকেশন,
কৃষি ও হর্টিকালচার এবং মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ ট্রেডের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অতিথিগণ। এসময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।