চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুরে একটি ইসলামী পাঠাগারের দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে ভবনটির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহম্মদ শিমুল। সত্রাজিতপুর কেন্দ্রীয় গোরস্থান ইসলামী পাঠাগারের সভাপতি আলহাজ্ব অধ্যাপক আব্দুস সালামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ডাক্তার মাহমুদুল হক অনিক, সত্রাজিতপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রাব্বানী ছবি, সত্রাজিতপুর কেন্দ্রীয় গোরস্থানের সভাপতি আলহাজ্ব মো: শামসুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পাঠাগার কমিটির আবেদনের প্রেক্ষিতে প্রধান অতিথি সাংসদ ডা: সামিল উদ্দিন আহম্মেদ শিমুল কম্পিউটার ও বুক সেল্ফ দেয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম একটি আলমারি ও কিছু বই ও ডা: অনিক পাঠাগারের জন্য বই উপহার দেয়ার অঙ্গীকার করেন।