স্বেচ্ছাসেবী সংগঠন-বেটার চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইন পরিবারের নতুন ভলেন্টিয়ারদের বরণ ও মিলন মেলা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা শহরের ক্লাব সুপার মার্কেট রুফটপে ‘ধোঁয়া রেস্টুরেন্ট’ এ এক মহা মিলন মেলা বসে বেটার চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইনের।
এসময় অতিথিদের বরণ, নতুন ভলেন্টিয়ারদের বরণ, কার্যনির্বাহী পরিষদের মিটিং, ইভেন্টের টি শার্ট বিতরণ করে বেটার চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইন। স্বপ্নের চাঁপাইনবাবগঞ্জকে এগিয়ে নিতে অতিথিগণ সেচ্ছাসেবী ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা কবি এনামুল হক তুফান, রোকসানা আহমদ, কৃষি উদ্যোক্তা মুনজের আলম মানিকসহ অন্যরা।
সামাজিক উন্নয়নে সেচ্ছাসেবীদের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে নানা ধারণা দেন অতিথিবৃন্দ। এসময় সাংবাদিক ইসাহাক আলীসহ বেটার চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইনের বিভিন্নস্তরের সদস্যরা উপস্থিত ছিলেন। সামাজিক কার্যক্রমে চাঁপাইনবাবগঞ্জের অন্যতম সংগঠন বেটার চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইন বিগত ৬ বছর ধরে এগিয়ে চলছে নানা সেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে।
এসময় বেটার চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইন’র সভাপতি মোঃ সোহেল রানা, সহ-সভাপতিঃ মোঃ বিপ্লব, সেক্রেটারি মিনহাজুল ইসলাম, সহ-সেক্রেটারিঃ মোঃ শামীম আলী, কার্যনির্বাহী সদস্য-আব্দুল জাব্বার, খাদিজাতুল কোবরা অন্তরা, আব্দুল আহাদ, মোঃ তুহিন রেজা, হাইউল ইসলাম, মোঃ নাসিফ ইকবাল বাবু, মো আল আমিন, মোঃ আবু রায়হান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ, ভলেন্টিয়ার ও ইভেন্টে অংশ নেয়া সকলের অংশগ্রহণে ধোঁয়া রেস্টুরেন্টে বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হয়।