1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
শিবগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত - দৈনিক চাঁপাই দর্পণ
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন

শিবগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

শিবগঞ্জ প্রতিনিধি ॥
  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

শিবগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

“সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই শ্লোগান এবং ‘সমবায়ে-ই-শক্তি, সমবায়ে-ই-মুক্তি’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি পালনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) শিবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম কক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুব আরিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল ইমরান।

প্রধান অতিথি বলেন, সমবায় আন্দোলনকে টেকসই রূপ দিতে কৃষি ও অন্যান্য উৎপাদনশীল খাতে বিনিয়োগসহ উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ ও পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা খুবই জরুরি। পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তির নিশ্চয়তার পাশাপাশি সমবায়ী প্রতিষ্ঠানকে হতে হবে জনমুখি।

এছাড়াও সমবায়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। তাহলেই সমবায় ভাবনার আলোকে সকল ধরনের বৈষম্য দূর করে দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির দিকে।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দ্যুৎ তোয়াব, শিবগঞ্জ সমিতির সভাপতি সাব্বিরআহমদ, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজউদ্দোলা প্রমূখ।
পল্লী উন্নয়ন কর্মকর্তা বলেন, বর্তমান সরকার ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানামুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার সমবায়ের মাধ্যমে কৃষি জমি ও অন্যান্য সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে ব্যাপক কার্যক্রম নিয়েছে। তিনি বলেন, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিপুল সংখ্যক গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণ, আয়-বর্ধনমূলক প্রশিক্ষণ ও উপকরণসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে। এসময় বিভিন্ন সমবায় সংগঠনের সদস্যরা ও সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান প্রধান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!