নরসিংদীর পলাশে ট্রেনে কাটা পড়ে মুনসুর আলী (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৩ নভেম্বর) সকালে ঘোড়াশাল রেল স্টেশনের পাশে পুরাতন রেল ব্রিজে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুনসুর আলী নীলফামারীর সৈয়দপুর উপজেলার সোনাকুলি গ্রামের তান্দাইল আলীর ছেলে। রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মুনসুর আলীসহ আরও ৭ থেকে ৮ জন শ্রমিক ঘোড়াশাল ফ্ল্যাগ স্টেশনের পুরাতন রেল ব্রিজে সংস্কারের কাজ করছিলেন। পরে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারো সিন্ধুর প্রভাতী একটি ট্রেন ওই ব্রিজ পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়ে মুনসুর আলীর মৃত্যু হয়। এ সময় জীবন বাচাতে ব্রিজ থেকে লাফ দিয়ে আহত হয় আরও দুই শ্রমিক। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্লাহ হিরো জানান, অসাবধানতা বশত কাজ করার কারণে এই দুর্ঘটনা ঘটে। পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।