বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় স্বাধীনতার মূল চেতনা-সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের নতুন পথযাত্রায় নওগাঁর নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে সারাদেশে জেলাভিত্তিক দিক-নির্দেশনামূলক যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৩ নভেম্বর) দুপুরে নিয়ামতপুর উপজেলার গাবতলী বাজারে নিয়ামতপুর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে যৌথ কর্মীসভা হয়। নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শফিউল্লাহ সোনারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল। নিয়ামতপুর উপজেলায় যুবদলের যুগ্ম আহবায়ক জিএম কাউসার ইসলাম রতনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, নওগাঁ জেলা যুবদলের আহবায়ক মাসুদ রানা হায়দার টিপু, নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোকলেছার রহমানের, নিয়ামতপর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোর্শেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সামাদ সোনার সহ যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি রেজাউল করিম বলেন, তারেক রহমান দেশবাসীকে বলেছেন তিনি ফ্যামেলি কার্ড চালু করবে। জিয়াউর রহমান যেমন দেশবাসীকে কথা দিয়ে কথা রাখতেন। তারেক রহমানও কথা রাখবেন। বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামেলি কার্ডের মাধ্যমে আপনারা বিনামূল্যে চাল, ডাল খাদ্য শস্য পাবেন।