চাঁপাইনবাবগঞ্জ জেলার শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান ‘এরফান গ্রুপ’ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, ‘দৈনিক চাঁপাই দর্পণ’র উপদেষ্টা, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আলহাজ্ব মোঃ এরফান আলী চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না … রাজেউন)। তিনি বাংলাদেশ সময় ১১টা ১৯ মিনিটের সময় সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার বিশিষ্ট শিল্পপতি মোঃ এরফান আলী দীর্ঘদিন থেকেই নানা জটিল রোগে ভুগছিলেন। দীর্ঘদিন থেকেই তিনি সিংগাপুরে একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেছেন। তাঁর মৃত্যুতে জেলার ব্যবসায়ী মহল ও বিশিষ্ট জনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। ‘এরফান গ্রুপ’ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, ‘দৈনিক চাঁপাই দর্পণ’র উপদেষ্টা, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আলহাজ্ব মোঃ এরফান আলীর মৃত্যুতে ‘চাঁপাই দর্পণ’ পরিবার শোকাহত। আলহাজ্ব মোঃ এরফান আলীর মৃত্যুতে ‘দৈনিক চাঁপাই দর্পণ’ পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু। আলহাজ্ব মোঃ এরফান আলীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্টিজনেরা। আগামী মঙ্গলবার (৫ নভেম্বর) সিঙ্গাপুর থেকে মরদেহ দেশে আসলে মরহুমের জানাযা শেষে দাফন করা হবে বলে জানিয়েছে এরফান গ্রুপ কর্তৃপক্ষ।