জেলার স্থলবন্দর দিয়ে পণ্য আমদানী, রপ্তানী ও ভোক্তা পর্যায়ে পন্যের মূল্য নিয়ন্ত্রণে আনতে চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। রবিবার সকালে প্রধান অতিথি হিসেবে তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, আমদানী-রপ্তানীকারক গ্রুপের নেতৃবৃন্দ, পরিবহন মালিক গ্রুপের নেতৃবৃন্দ, পানামা পোর্ট লিংক লিমিটেডের প্রতিনিধি, ক্যাব প্রতিনিধি, স্থানীয় ব্যবসায়ী ও জেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাদের সাথে এই মতবিনিময় করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান আমদানী-রপ্তানীতে যেসব সমস্যা রয়েছে, সেসব সমস্যা সমাধানের ব্যবস্থা নেয়ার অঙ্গিকার ব্যক্ত করেন এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধও জানান। জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক ফকির আনোয়ার হোসেন, পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম, নবাব অটো রাইস এন্ড ফিড মিলস লিমিটেডের স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ আকবর হোসেন,
সোনামসজিদ স্থলবন্দর আমদানী-রপ্তানীকারক গ্রুপের সভাপতি মোঃ সাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমান, জেলা বাস মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের প্রতিনিধি শহিদুল ইসলামসহ অন্যরা। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সোলাইমান বিশু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নকিব হাসান তরফদার,
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি এ্যাড. আব্দুস সামাদ বকুল, পানামো পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মোঃ মাইনুল ইসলামসহ বিভিন্ন স্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও মিডিয়াকর্মীরা।