চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার রহনপুর সীমান্তের (মকরমপুর ব্রিজ) এলাকা থেকে ১৬ বিজিবি রহনপুর ক্যাম্পের টহলরত সদস্যরা ৬৬টি প্যাকেটে ২৬২ টি ভারতীয় মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল সহ মহিদুল(৩৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে। আটক মহিদুল শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে। ১৬ বিজিবি রহনপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার আঃ ওয়াদুদ বুধবার রাতে জানান, চোরাচালানের গোপন সংবাদে বুধবার সকাল ৬ টায় সীমান্তের শূন্য লাইন হইতে ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহিদুলকে আটক করা হয়। সে অভিনব কায়দায় মোটরসাইকেল নিয়ে বস্তায় ভারত থেকে মোবাইল ফোন গুলি বাংলাদেশে নিয়ে আসছিল। এসময় নওগাঁ ব্যাটালিয়ান ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্লেন মোহাম্মদ সাদেকুর রহমান পিপিএম, পিএসসি নির্দেশনায় টহল কমান্ডার নায়েব সুবেদার আঃ ওয়াদুদ সঙ্গীয় ফোর্সসহ মহিদুলকে আটক করা হয়। এসময় ৬৬টি প্যাকেটে ২৬২ টি ভারতীয় মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত মালামালের মুল্য ৬১ লক্ষ ৩৪ হাজার টাকা বলে তিনি জানান। আটক মহিদুলকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় চোরাকারবারি আইনে মামলা হয়েছে।