সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এ কর্মসূচি পালন করে। ঘন্টাব্যাপী চলা এ কর্মসূচিতে প্রথমে মানববন্ধন ও পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সাব্বির আহম্মেদ, সাকির হোসেন সহ অন্যান্যরা। বক্তারা বলেন, পতিত স্বৈরাচার আওয়ামীলীগ ও তার দোসর রা বিদেশে বসে অনলাইনের মাধ্যমে দেশে অরাজকতার সৃষ্টি করার যে পায়তারা করছে, তা রুখে দিতে ছাত্র-জনতা সমন্বয়ে সারাদেশব্যাপী আজকে এ কর্মসূচি পালিত হচ্ছে। তারা আরো বলেন, কোনভাবেই বাংলাদেশে আর কোন অরাজকতা সৃষ্টি করতে আওয়ামীলীগকে দেয়া হবে না।
এসময় বক্তারা গত ১৬ বছরে আওয়ামীলীগ যে গণহত্যা সহ বিভিন্ন অপকর্ম করেছে, তার বিচার দ্রুত সম্পন্ন করার জোর দাবী জানান।