রাজশাহীর অধিকাংশ মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ ও সার্জেন্টদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। পুলিশ জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, পুলিশকে যেন আর রাজনৈতিকভাবে ব্যবহার না করা হয়, সেটি নিশ্চিত করা হবে। সেই সঙ্গে অন্যান্য দাবিগুলো পূরণ করা হবে। এই প্রতিশ্রুতি পেয়ে পুলিশ মনোবল ফিরে পেয়েছেন। তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করছেন। পুলিশের উপর অর্পিত গুরু দায়িত্ব পালনের অংশবিশেষ চোখে পড়লো রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে ট্রাফিক মোড়ে বিকেল ০৪ টায় কাগজপত্র ছাড়া মোটরসাইকেলের উপর পুলিশের ঝটিকা অভিযান। বুধবার থেকে অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সার্জেন্ট মোঃ আইনুল হক সবুজ, সার্জেন্ট আজাদুল ইসলাম, টিএসআই রেজওয়ান, এটিএসআই কামরুল ইসলাম, সিরাজুল ইসলাম, কনস্টেবল আব্দুর রশিদ আইয়ুব আলী এবং শাহ আলম। তারা এই অভিযানে কাগজপত্রহীন মোটরসাইকেলর উপর মোট ১৮টি মামলা দায়ের করেছেন।